স্বদেশ ডেস্ক:
জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেন জিয়া বলেছেন, নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তৎপরতা এবং গভীর সমুদ্রে এ ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য এর সাথে জড়িতদেরকে চিহ্নিত করা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় নেবেন জিয়া এসব কথা বলেন।
উল্লেখ্য, বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।
এই ঘটনার জন্য জার্মানি, সুইডেন এবং ডেনমার্ককে আমেরিকার ঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য রাশিয়া অভিযুক্ত করেছে। মস্কো বলছে, সন্ত্রাসবাদী তৎপরতার বিষয়ে তারা একমাত্র জাতিসঙ্ঘের তদন্তের ওপর আস্থা রাখবে।
চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রখ্যাত সাংবাদিক সেইমুর হার্স তার এক নিবন্ধে বলেছেন, ‘আমেরিকাই পাইপলাইনে হামলা চালিয়েছিল।’
গতকাল নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় নেবেনজিয়া সেইমুর হার্সের প্রবন্ধের কথা উল্লেখ করেন।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন থেকে শুরু করে রাজনীতি বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ডের বক্তব্য-বিবৃতি তুলে ধরেন।
নেবেন জিয়া বলেন, আমরা অন্য কোনো বক্তব্য-বিবৃতি এখানে আমলে নিচ্ছি না বরং আমেরিকার জড়িত থাকার বিষয়টি গুলি করার পর বন্দুকের নল থেকে ধোঁয়া ওড়ার মতো পরিষ্কার। তারপরও সেইমুর হার্সের নিবন্ধ আমলে নিয়ে মস্কো স্বাধীন আন্তর্জাতিক তদন্ত দাবি করছে।
রুশ রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, পাইপলাইনে যে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে তা ১৯৯৭ সালে সই হওয়া কনভেনশন অনুসারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে গণ্য।
সূত্র : পার্সটুডে