বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

হঠাৎ ইউক্রেনে বাইডেন

হঠাৎ ইউক্রেনে বাইডেন

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হঠাৎ ইউক্রেন গেছেন। এক বছর আগে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি সেখানে গেলেন।

পোল্যান্ডে সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দোদার সাথে বৈঠকের পর বাইডেন ইউক্রেন গেলেন।

ইউক্রেনে বাইডেনকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বাইডেনের সাথে তার একটি ছবি পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেন, ‘জোসেফ বাইডেন, আপনাকে কিয়েভে স্বাগতম! আপনার এ আগমন সমস্ত ইউক্রেনবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন।’

এদিকে, বাইডেন ইউক্রেনবাসীর প্রতি ‘দ্বিধাহীন’ সমর্থন জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, তার এ কিয়েভ সফর ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দ্বিধাহীন ও অনন্ত সমর্থনের প্রকাশ।

তিনি বলেন, ‘এক বছর আগে পুতিন যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তখন তিনি ভেবেছিলেন যে ইউক্রেন দুর্বল এবং পশ্চিমারা এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। তিনি ভেবেছিলেন তিনি আমাদের পরাস্ত করতে পারবেন। কিন্তু তার ধারণা ছিল মারাত্মক ভুল।’

এদিকে, বাইডেনের ইউক্রেন সফরটি ছিল খুবই গোপন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন ট্রেনযোগে পোল্যান্ড থেকে ইউক্রেন যান।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877