মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ৩৯তম মৃত্যুদিবস পালন

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ৩৯তম মৃত্যুদিবস পালন

স্বদেশ ডেস্ক:  নিউইয়র্কে অ্যাস্টোরিয়ায় জালালাবাদ ভবনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীণ মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ওসমানী পরিষদের অন্যতম সংগঠক শেখ আখতার উল ইসলাম ও সৈয়দ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে তাৎপর্য ও গুরুত্বের প্রতি সম্মান রেখে বিশিষ্টজনেরা বক্তব্য প্রদান করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, বাসদ নেতা শাহাব উদ্দিন, মুক্তিযাদ্ধা সুব্রত বিশ্বাস, লেখক ইশতিয়াক রুপু,  জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন কামালি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, কমিউনিটি নেতা হাসান আলী, আবুল খায়ের চৌধুরী, ইয়ামিন রশীদ, আব্দুল মালেক খান লায়েক, এম এ করিম প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর সাহসী অংশগ্রহণ ও সফল নেতৃত্বদানের স্মৃতি স্মরণ করে মহান এই সামরিক ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া জেনারেল ওসমানীকে দেয়া বঙ্গবীর উপাধি বাংলাদেশের একজন রাজনৈতিক দলের সভাপতি অজানা কারণে ব্যবহার করছেন বলে দু’একজন বক্তা অভিযোগ করেন।
উপস্থিত সুধীমণ্ডলীর মত বঙ্গবীর উপাধির প্রকৃত দাবিদার বৃহত্তর সিলেট জেলার কৃতিসন্তান জেনারেল ওসমানীর একক প্রাপ্য।
অনুষ্ঠানের সভাপতি মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সমাপনী বক্তৃতায় জেনারেল ওসমানীর ন্যায়-নিষ্ঠা এবং অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর কিছু স্মৃতির শিক্ষণীয় বর্ণনা প্রদান করেন। শেষে মরহুম জেনারেল ওসমানীসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আন্তরিক দোয়া পরিবেশন করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রবাসীরা যোগ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877