সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কে জীবিত উদ্ধার কিশোরী

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কে জীবিত উদ্ধার কিশোরী

স্বদেশ ডেস্ক:

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্ক থেকে অ্যালেইনা ওলমেজ (১৭) নামের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কাহরামানমারাশ শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের সদস্য আলি আকদোগান বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, , ‘মেয়েটি তুলনামূলকভাবে সুস্থ আছে। তবে শারীরিকভাবে খুবই দুর্বল।

আলি আকদোগান পেশায় একজন খনিশ্রমিক। তবে ভূমিকম্পের পর সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তিনি।
অ্যালেইনাকে উদ্ধারের ভিডিওচিত্র ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, ধ্বংস্তূপ থেকে অ্যালেইনাকে উদ্ধারের পর আনন্দে উদ্ধারকর্মীদের জড়িয়ে ধরেছেন তার চাচা।

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার পর্যন্ত দেশ দুইটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ধবংস্তুপের নিচে এখনও অনেকে আটকা থাকলেও তাদের জীবিত উদ্ধারের আশা এখন নেই বললেই চলে। এরমধ্যে উদ্ধার অভিযানও কমে গেছে। এতে করে তুরস্কের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,  বুধবার তুরস্কে বেশ কয়েকজন জীবিত লোককে উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877