স্বদেশ ডেস্ক:
সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’এর চুরি হওয়া ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।
আরও বক্তব্য দেন সিনেমার অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, তানভীন সুইটি, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল ও সিনেমার অপর পরিচালক হাসান জাফরুল বিপুল।