স্বদেশ ডেস্ক:
ইদানিং রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আচমকা অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দেন তিনি। এখন অনেকের মনেই প্রশ্ন, কবে বিয়ে করছেন এই তারকা?
জয়ার ভাষ্য, ‘আপাতত একা খুব ভালো আছি। আমার পায়ে কেন আপনারা বেড়ি পড়াতে চাইছেন? আমি আপনারদের জন্য কাজ করে যেতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।’
এদিকে জয়ার বিয়ের অনুষ্ঠানে হুট করে অতিথি হওয়ার ঘটনা মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ‘ওয়েডিং ক্রাশ’। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারণার অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে তার ছুটে চলা।