স্বদেশ ডেস্ক:
চীনে চাকরিপ্রার্থীদের মুখোশ পরিয়ে সাক্ষাৎকার নিয়েছে একটি প্রতিষ্ঠান। কারণ হিসেবে তারা বলছে, চেহারা নয়, চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। তাই এ কাজ করেছে তারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়, চাকরিতে যোগ্য প্রার্থী বাছাইয়ে এ উদ্যোগ নিয়েছে ওই প্রতিষ্ঠান।
এদিকে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই পোস্ট। এতে বিভিন্নরকম মন্তব্যও করছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন করে বলছেন, এরা কি কোনো ফোবিয়ায় আক্রান্ত?
তবে ওই সংস্থাটি জানায়, সম্প্রতি তারা ডেটা বিশ্লেষকসহ কিছু পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নিয়েছেন। সেই নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ করতেই তারা চাকরিপ্রার্থীদের মুখোশ পরিয়ে দেন। যাতে কেউই চেহারার ভিত্তিতে নয় বরং যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে পারে। তবে সংবাদমাধ্যমটি ওই চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি।
এদিকে এ কাণ্ডটি এরইমধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এটি সমতা প্রতিষ্ঠা করতে পারবে। অনেকেই এমন সাক্ষাৎকারে অংশ নেওয়ার আগ্রহও ব্যক্ত করেছেন।
যদিও অনেকে সন্দেহ করেছেন প্রতিষ্ঠানটি নিজেদের প্রচারের জন্য এমন কৌশল নিয়েছে কি না।