স্বদেশ ডেস্ক:
বৃহস্পতিবার শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), শিরোপা যাবে কুমিল্লা অথবা সিলেটে। তবে ঠিক কোথায় যাচ্ছে, তা জানতে একটু অপেক্ষা করতেই হবে। তবে জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতিতে জানা গেছে, দুই কোটি টাকা থাকছে শিরোপা জয়ীদের জন্যে। আর রানার-আপ হওয়া দল পাবে ঠিক এর অর্ধেক।
বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াই শুরু হওয়া আগে বিসিবি প্রকাশ করেছে প্রাইজমানির তালিকা। মোট তিন কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি থাকছে এবারের বিপিএলে, যেখানে ১০ লাখ টাকা রাখা হয়েছে আসরের সেরা ক্রিকেটারের জন্য। অর্থ পুরস্কার আছে সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্যেও।
২০২৩ বিপিএলের প্রাইজমানি :
চ্যাম্পিয়ন দল : দুই কোটি টাকা।
রানার-আপ দল : এক কোটি টাকা।
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার : দশ লাখ টাকা।
ফাইনাল সেরা ক্রিকেটার : পাঁচ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক : পাঁচ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারি : পাঁচ লাখ টাকা।
সেরা ফিল্ডার : তিন লাখ টাকা।