বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নারী আইপিএলে দামি ১০ ক্রিকেটার

নারী আইপিএলে দামি ১০ ক্রিকেটার

স্বদেশ ডেস্ক:

ভারতের প্রথমবার নারীদের টি-টোয়েন্টি লিগের নিলাম হলো। সেই নিলামে মোট ২০ জন ক্রিকেটার কোটিপতি হলেন।

স্মৃতি মান্ধানা (বেঙ্গালুরু, ৩.৪০ কোটি): চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রোববার খেলতে পারেননি। কিন্তু এই ফরম্যাটে তার আগ্রাসী, মারকুটে ব্যাটিংয়ের চাহিদা মারাত্মক। নিলামের টেবিলেও স্মৃতিকে নিয়ে ঝড় দেখা গেল। বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মধ্যে লড়াইয়ের পর শেষ হাসি বেঙ্গালুরুর।

অ্যাশলে গার্ডনার (গুজরাট, ৩.২০ কোটি): অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে মারকুটে বলেই পরিচিত। টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৩৩। স্বাভাবিকভাবেই তাকে নিতে শেষ পর্যন্ত লড়েছে গুজরাট।
ন্যাট শিভার (মুম্বাই, ৩.২০ কোটি): ইংল্যান্ডের এ ক্রিকেটার আন্তর্জাতিক টি২০-তে একশরও বেশি ম্যাচ খেলেছেন। বল, ব্যাট দুটোরই হাত ভালো। তাকে তুলে নিয়েছে মুম্বাই।

দীপ্তি শর্মা (লখনউ, ২.৬০ কোটি): নিজের রাজ্য উত্তরপ্রদেশের দলের হয়ে খেলতে পারবেন। ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত সদস্য। বিশ্বকাপেও রয়েছেন।

জেমাইমা রদ্রিগেস (দিল্লি, ২.২০ কোটি): পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে দেশকে ম্যাচ জিতিয়েছেন। জেমাইমা আইপিএলেও বড় ‘রান’ করলেন। দিল্লি শেষ পর্যন্ত লড়ে তাকে কিনে নিল দুই কোটিরও বেশি দামে।

বেথ মুনি (গুজরাট, ২ কোটি): তিন নম্বরে নেমে দারুণ খেলতে পারেন। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার। একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

শেফালি বর্মা (দিল্লি, ২ কোটি): ভারতের হয়ে ওপেন করতে নামেন। চালিয়ে খেলার কারণে সুনাম রয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। ডব্লিউপিএলেও ওপেন করার সম্ভাবনা রয়েছে।

পূজা বস্ত্রকর (মুম্বাই, ১.৯০ কোটি): বল, ব্যাট দুটোই করতে পারেন। সংক্ষিপ্ততম ফরম্যাটে অলরাউন্ডারদের চাহিদা এমনিই বেশি। ভারতীয় দলেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে মুম্বাই টাকা খরচ করতে দেরি করেনি।

রিচা ঘোষ (বেঙ্গালুরু, ১.৯০ কোটি): পশ্চিম বাংলার ক্রিকেটার, পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলে দলকে জিতিয়েছেন। জেমাইমার পাশাপাশি পরের দিকে নেমে তার মারা পাঁচটি বাউন্ডারি দলকে জেতাতে সাহায্য করেছে। তিনিও সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছেন।

সোফি এক্লেস্টোন (ইউপি ওয়ারিয়র্স, ১.৮০ কোটি): অলরাউন্ডার হিসাবে খ্যাতি রয়েছে। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য এবার ডব্লিউপিএলেও নিজের দক্ষতা দেখাতে মরিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877