স্বদেশ ডেস্ক:
ফরিদপুরে অ্যামাজান নার্সিং প্রাইভেট ইনস্টিটিউটের হোস্টেল থেকে প্রিতি হাওলাদার (১৯) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের ওই হোস্টেল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রিতি হাওলাদার রাজবাড়ী জেলার হরিসভা নামক এলাকার লালন হাওলাদারের মেয়ে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।