স্বদেশ ডেস্ক:
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতার সপ্তম বাংলাদেশ বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাস্ট্রদূত পিটার হাস বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই ধরনের প্রতিযোগীতার মাধ্যমে আইনের ছাত্ররা বাস্তবভিত্তিক জটিল আইনি সমস্যা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে এবং নিত্যনতুন সমাধান উদ্ভাবনে মনোযোগী হবে। এই প্রতিযোগীতায় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্বৃদ্ধশালী বাংলাদেশ নিশ্চিত হবে।
তানভীর হাসান বলেন, জেসাপ মুট কোর্ট প্রতিযোগীতার মাধ্যমে অংশগ্রহনকারীদের পেশাগত জ্ঞান, গবেষণা দক্ষতা এবং যোগাযোগ কৌশল বৃদ্ধি পাবে। এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণ আইনের ছাত্ররা বাস্তবতার নিরিখে বৈশ্বিক পরিসরে চিন্তা করতে এবং সেই প্রেক্ষিতে বিভিন্ন সমাধান খুঁজতে শিখবে।
ফিলিপ সি জেসাপ মুট কোর্ট প্রতিযোগীতাকে আন্তর্জাতিক আইন বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়। সপ্তম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় প্রতিযোগীতা যেখানে ৩২টি বিশ্ববিদ্যালয় সরাসরি এবং ৮টি বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছে।