রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

স্বদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারী বলেন, ‘উপজেলার পাঁচরুখীতে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা চলাকালে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে এসে লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।’
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘পুলিশ অযথা আমাদের ওপর হামলা করলে ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পাঁচরুখী মহাসড়কে অবস্থান করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বললেও তারা রাস্তা ছাড়েনি। একপর্যায়ে আমরা তাদের রাস্তা থেকে তুলে দেই। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ ৪০ রাউন্ড গুলি ও তিনটি  টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের তিন সদস্য আহত হয়েছেন।’

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করছিল। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের ইট-পাটকেলে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877