স্বদেশ ডেস্ক:
রাঙ্গামাটিতে এক উপজাতীয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মগবান এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি আগর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বিজয় চাকমা (৬৬) রাঙ্গামাটির বরকলের খুব্বাংপাড়া গ্রামের মৃত সৃনীত বিকাশ চাকমার ছেলে।
জানা যায়, রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের মগবান এলাকার আগর বাগানে লাশটি বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখা যায় বনের ভেতর। দেখে তাকে অসুস্থ মনে হয়েছে।
তিনি আরো বলেন, এটা আমার সীমানা এলাকার মধ্যে পড়েনি, রাঙ্গামাটি সদর সীমানায়। তাই নিয়ম অনুযায়ী আমি লাশ গ্রহণ করিনি।