স্বদেশ ডেস্ক:
বড় চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চোট থাকায় আগের ম্যাচে খেলতে পারেননি নেইমারও। বাকি ছিলেন লিওনেল মেসি। এবার তিনিও চোট পেলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শনিবার মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। পরের সপ্তাহেই রয়েছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চিন্তায় তার ক্লাব প্যারিস সঁ জরমঁ।
গত বুধবারই মার্সেইয়ের কাছে হেরে গিয়েছে পিএসজি। মেসি সেই ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি। আগামী ৪৮ ঘণ্টায় তার চোটের শুশ্রূষা হবে। পিএসজি জানিয়েছে, তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন। তিনি সন্দেহ কাটছে না।
কোচ ক্রিস্টোফ গালচিয়ে অবশ্য আশঙ্কার কোনো কারণ দেখছেন না। তিনি বলেছেন, ‘মোনাকোর বিরুদ্ধে ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু সোমবারই অনুশীলনে ফিরবেন তিনি। তাই তাকে নিয়ে সন্দেহ করার কোনো কারণই নেই। দলে লিওর গুরুত্ব আমরা জানি। ওর অনুপস্থিতিতে হয়তো অন্য কৌশলে খেলতে হবে আমাদের। আশা করি বাকি ফুটবলাররা তার দায়িত্ব নেবে এবং দলকে জয় এনে দেবে। মরসুমের মাঝে এমন সমস্যা হতেই পারে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা