স্বদেশ ডেস্ক:
বর্ণাঢ্য আয়োজনে শুভেচ্ছা বিনিময়, আড্ডা, গান আর মাতৃভূমির চিরচেনা ও মজাদার পিঠা খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৯৯৮ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ৮৮ ইউএসএ’র দ্বিতীয় বর্ষপূর্তী ও পিঠা উৎসব-২০২৩। অনুষ্ঠানের থীম ছিল ‘পরিচ্ছন্ন পরিবেশ আমাদের অঙ্গীকার’। সিটির জামাইকার ইকরা পার্টি সেন্টারে গত ৫ ফেব্রæয়ারী রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএসএ বসবাসরত ৮৮ ব্যাচের প্রায় দুই শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের আহবায়ক জাকির আহমেদ এবং সদস্য সচিব নাসিমা নিজাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে উন্মুক্ত হয় পিঠা উৎসব। পরবর্তীতে কোর্ডিনেটর লুৎফর রহমানের স্বাগত বক্তব্যের পর বর্ষপূর্তির কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কামরুজ্জামান বাবু। খবর ইউএনএ’র। অনুষ্ঠানের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮৮-এর বন্ধুরা কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন। এসময় গান পরিবেশন করেন জহির টিপু, আমানত হোসেন আমান, ফিরোজ মিয়া, অঞ্জন অনি, সাকির খান, মুনা মমতাজ, ফারাহ চৌধুরী, নেহাল ইমরান, বাবু ও আকাশ আহসান। এছাড়াও কবিতা আবৃত্তি করেন দেওয়ান বিপ্লব। সংশ্লিস্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, ৮৮’র বন্ধুরা নিজেরা বা পরিবারের সদস্যদের দিয়ে প্রায় চল্লিশ প্রকারের পিঠা নিয়ে পার্টি সেন্টারে সমবেত হন। পিঠা পরিবেশন আর খাবারদাবারে সহযোগিতায় ছিলেন আনোয়ার ওসমানি, সাহেদ, মোহসিন রেজা, সাদেক আহমেদ, নৃপেশ, অপু, বিপু, আকাশ, সাবিনা, লিপু, মনিজা নেহাল, সাব্বিন, জেরি, মেহলি, লাকি, পাপিয়া, মুক্তা, বিভা জাকির হোসেন, মানিক, নাসিমা জাহান প্রমুখ। ‘বাংলাদেশ ৮৮ ইউএসএ’র কর্মকর্তারা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিদিনই নতুন নতুন বন্ধু যোগ হচ্ছে এই গ্রæপে। অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় ১৫ জন নতুন বন্ধুকে। এরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আহমেদ সাইদ জামিল, ফেরদৌস আরা বেবি, জামিল আরিফ, ফারজানা তরি, ন্যানসি রশিদ, আইনুল হক, তুহিন, এডভোকেট কামাল রুহুল আমিন, নাসির উদ্দিন, মনিরুজ্জামান রতন, সাঈদ, সোহেল ও শাহিন। অনুষ্ঠানে শাফী মাহমুদ ও দেওয়ান বিপ্লব তাদের বক্তব্য বলেন, যে কোন মূল্যে বন্ধুত্ব অটুট রেখে ‘বাংলাদেশ ৮৮’র কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান জানান। উল্লেখ্য, অনুষ্ঠানে যে সকল বন্ধুদের জন্মদিন ও বিবাহবার্ষিকী জানুয়ারী মাসে ছিল তাদের সবাইকে নিয়ে কেক কাটা হয়। এতে অংশগ্রহণকারীরা হলেন- দেওয়ান বিপ্লব, আমানত হোসাইন, সাকির খান, নাসির উদ্দিন মাহমুদ, নয়ন বাঙালী, সেলিনা পারভীন আলী, আলী আকবার বাপ্পি, নুসরাত জাহান খান, হালিমা নিম্মি, মোকাররম হোসাইন লিটন, সাবিনা ইয়াসমিন, মুসাররাত জাহান ও হিরো জাকির। অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন, দাওয়াত পত্র প্রভৃতিতে সহযোগিতায় ছিলেন ৮৮’র বন্ধু যথাক্রমে কায়সার কামাল, সাজ সজ্জায় ছিলেন এ এইচ রহমান বুলু, ন্যানসি রশিদ, ফিরোজ মিয়া, সাকির খান, আকাশ আহসান, সোহেল ও রতন বিডি। অনুষ্ঠানের স্থির চিত্র ক্যামেরায় বন্দি করে রাখে শরিফ শিবলি, মুক্তা, আরিফ শামস ও শিপলু, শায়লা আফতাব। সাউন্ড সিস্টেমে ছিলেন মাহবুবুল ফিরোজ।