সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে রিপাবলিকানকে পাশে চাইলেন বাইডেনের

অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে রিপাবলিকানকে পাশে চাইলেন বাইডেনের

স্বদেশ ডেস্ক:

কোভিড পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে বিরোধী রিপাবলিকানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রিপাবলিকান বন্ধুদের বলতে চাই, যদি আমরা বিগত কংগ্রেসে একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই নতুন কংগ্রেসেও একসঙ্গে কাজ করতে পারবো। একসঙ্গে কাজের ব্যাপারে ঐকমত্য খুঁজে না পাবার কোনো কারণ নেই। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন। গত জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেনটেটিভ এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটিই জো বাইডেনের প্রথম ভাষণ। ৭৩ মিনিটের ভাষণে দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করে তোলার ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বাইডেন বলেন, দুই বছর আগে করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। স্কুল-কলেজ বন্ধ ছিল। কোভিডের কারণে অনেক কিছুই হারাতে হয়েছিল। কিন্তু আজ কোভিড আর আমাদের জীবন নিয়ন্ত্রণ করে না। দুই বছর আগে ইউএস ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এতে কিছুটা ক্ষতি হলেও আজ আমাদের গণতন্ত্র অটুট ও অবিচ্ছিন্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে বজায় রাখার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পগুলোতে আমেরিকান তৈরি উপকরণ ব্যবহার করতে হবে। জো বাইডেন যখন ভাষণ দেন তখন তার পেছনেই ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও নবনির্বাচিত স্পিকার কেভিন ম্যাকার্থি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877