সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

রাষ্ট্রপতির আত্মজীবনী গ্রন্থ ‘অমূল্য সম্পদ’: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আত্মজীবনী গ্রন্থ ‘অমূল্য সম্পদ’: প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থকে জাতির জন্য একটি ‘অমূল্য সম্পদ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই গ্রন্থের মাধ্যমে জনগণ দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে।

গতকাল বুধবার রাতে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ প্রকাশ করেছে বাংলা একাডেমি। আরেকটি বইয়ের দুটি অংশের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ শিরোনামে রাষ্ট্রপতির ভাষণ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (আবদুল হামিদ) রাষ্ট্রপতি হবেন না (ভবিষ্যতে), কারণ তিনি সংবিধান অনুযায়ী পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি আমাদেরকে একটি অমূল্য সম্পদ দিয়েছেন (তার আত্মজীবনী ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এর মাধ্যমে)। আমরা তার জীবনের সেই অংশ থেকে অনেক কিছু জানতে পারি, যা তিনি আত্মজীবনীতে তুলে ধরেছেন।’

আলোচনা পর্ব শেষে বিশিষ্ট অতিথি ও সংসদ সদস্যদের সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বাকি জীবন, বিশেষ করে যখন তিনি অবসরে যাবেন, তখন রাষ্ট্রপতি হিসেবে কাটানো সময় লিখে রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তার সহধর্মিনী রাশিদা খানম, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877