বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

৬ মাস কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ১১ জেলে

৬ মাস কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ১১ জেলে

স্বদেশ ডেস্ক:

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যায় ১১ জেলে।  আজ মঙ্গলবার সকাল ছয়টায় দীর্ঘ ছয়  মাস কারাভোগ শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে দেশে ফিরেছেন তারা।

ফিরে আসা জেলেরা হলেন, মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। এসব জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

এর আগে গত ১৫ আগস্ট সমুদ্রের মাছ ধরার সময় এফ.বি. ফাতেমা ট্রলারের‌ ইঞ্জিল বিকল হয়ে ভাসতে ভাসতে দেশের সীমানা অতিক্রম করে। ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোষ্টাল এলাকা ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী ওই ১১ জেলেকে উদ্ধার করে। ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভারতে আটকে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। বাংলাদেশি জলসীমা অতিক্রম করায় ওই ১১ জেলেকে ভারতের আদালত‌ ছয় দিনের কারাদণ্ডাদেশ দেন। কিন্তু দীর্ঘ আইনি জটিলতা থাকায় তাদেরকে এতদিনেও কারা মুক্ত করা যায়নি। আজ সকালে তারা দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, এখনো ভারতের কারাগারে আমাদের ৬ জেলে রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যাওয়া জেলেদের ফিরে আনার ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখেছি। দীর্ঘ আইনি জটিলতা শেষে  ভারতে আটকে থাকা এগারো জেলে আজ সকালে দেশে ফিরেছেন বলে জানতে পেরেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877