রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন!

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন!

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হত্যা করা হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে ইউটিউবে পোস্ট করা এক সাক্ষাতকারে জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রথম দিকে মধ্যস্ততাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নাফতালি। তিনি যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যে (মার্চে) রাশিয়া সফরও করেছিলেন।

বেনেত বলেন, তার মধ্যস্ততা চেষ্টায় তেমন ফল হয়নি। পাঁচ ঘণ্টার সাক্ষাতকারে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি পুতিনের কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে চান কিনা।
তিনি বলেন, “আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনি কি জেলনস্কিকে হত্যা করার পরিকল্পনা করছেন?’ তিনি বলেছিলেন, ‘আমি জেলনস্কিকে হত্যা করব না।’ আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আমি ধরে নিচ্ছি যে আপনি কথা দিচ্ছেন, আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’ তিনি বলেছিলেন, ‘আমি জেলেনস্কিকে হত্যা করব না।'”

বেনেত এরপর বলেন, তিনি তখন ফোন করে পুতিনের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে অবহিত করেন।

বেনেত বলেন, “শুনুন, আমি একটি বৈঠক শেষ করেছি। তিনি আপনাকে হত্যা করবেন না।’ তিনি (জেলেনস্কি) জানতে চাইলেন, ‘আপনি নিশ্চিত?’ আমি বললাম, ‘১০০ ভাগ, তিনি আপনাকে হত্যা করবেন না।'”

তবে ইউক্রেন এই প্রতিশ্রুতিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, পুতিন ‘বিশেষজ্ঞ মিথ্যাবাদী।’

বেতেন অল্প সময়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। তারপর বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে হেরে ক্ষমতা হারান। তিনি এখন রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877