মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন ডিজাইনার নুসরাত

নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন ডিজাইনার নুসরাত

স্বদেশ ডেস্ক: ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় চারটি আসরের একটি ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। নতুন বছরের শুরুতে প্রথম শীতকালীন এ আয়োজনে অংশ নিচ্ছেন নিউইয়র্কের ডিজাইনার নুসরাত জাহান- এর ‘এনজে বুটিক’। গত রোববার নিউইয়র্কের উডসাইডে একটি কমিউনিটি হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান ইন্টারলিঙ্ক নেট। আগামী ৯ ফেব্রুয়ারি ম্যানহাটানে সপ্তাহব্যাপী ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ শুরু হচ্ছে। এই বাংলাদেশি ডিজাইনারের পোশাক র‌্যাম্পে প্রদর্শনী হবে শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘এনওয়াইসি লাইভ ফ্যাশন উইক’- এর প্রেসিডেন্ট ও সিইও মাইকেল রিড, ডিজাইনার নুসরাত জাহান, কোরিওগ্রাফার নজরুল কবীর এবং মূলধারার স্বনামধন্য বাংলাদেশি মডেল মাহমুদা ইয়াসমীন। নিউইয়র্ক ফ্যাশন উইক এনওয়াইসি লাইভ’- এর উইলিয়াম মাইকেল রিড বলেন, আমি এই প্রথম বাংলাদেশি কমিউনিটির কোনো অনুষ্ঠানে এসেছি। আনেক দূর থেকে আমি কুইন্সে এসেছি, এবং আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এর আগে মডেল মাহমুদা ইয়াসমীনের সাথে কাজ করেছি কিন্তু বাংলাদেশি কোনো ডিজাইনারের সাথে কাজ করা এই প্রথম। তিনি আরও বলেন, এস কে বুটিকের নুসরাত জাহানের কাজ ও কোরিওগ্রাফার নজরুল কবীরের পরিকল্পনা আমার ভাল লেগেছে। আমি আশা করছি ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফ্যাশন উইকের শেষ দিনটিতে তাদের দারুণ কিছু হবে।
ডিজাইনার নুসরাত জাহান বলেন, মাত্র ২০ দিন খুবই অল্প সময়ের নোটিশে আমরা এই অফারটি পেয়েছি। আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এত কম সময়ে নতুন ধারনার ডিজাইন করে, বাংলাদেশে কারিগরের কাছে পাঠিয়ে নকশা, হাতের কাজ, পেইন্ট ইত্যাদি করিয়ে শেষ করে আনানো খুবই কঠিন। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আমার চেষ্টা থাকবে নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশকে ধারণ করে ডিজাইন করা। বাংলাদেশের তাঁতশিল্প, মসলিন, জামদানিকে বিশ্ব আসার তুলে ধরার প্রত্যয়ের কথা জানান প্রবাসী এই ডিজাইনার।
বিশ্বের সবচেয়ে বড় চারটি ফ্যাশন আসর হচ্ছে প্যারিস, লন্ডন, মিলান ও নিউইয়র্ক ফ্যাশন উইক। প্রতি বছর সেপ্টেম্বর ও ফেব্রুয়ারিতে দুটি আসর বাস নিউইয়র্কে। এবার শীতকালীন নিউইয়র্ক ফ্যাশন উইক শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। আর এতে বাংলাদেশি ডিজাইনারের পোশাক প্রদর্শনী হবে ১৫ ফেব্রুয়ারি। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনত্রী তমা মির্জা, মডেল মোজেজা আশরাফ মোনালিসা, জান্নাতুল পিয়া, প্রথম ট্রানজেন্ডার সংবাদ উপস্থাপিকা তাসনুজা শিশিরসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় মডেল নুসরাত তিশাম, জেরিন সাদিয়া সোহা ও নাজিয়া জাহান এবং বাংলাদেশের ডিজাইনার ফারহান চৌধুরী নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877