রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

নিউইয়র্ক পুলিশে আরেক বাংলাদেশি-আমেরিকান ক্যাপ্টেন সাইফুল

নিউইয়র্ক পুলিশে আরেক বাংলাদেশি-আমেরিকান ক্যাপ্টেন সাইফুল

স্বদেশ ডেস্ক: বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বিভাগ এনওয়াইপিডিতে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সাইফুল ইসলাম ২৭ জানুয়ারি শুক্ৰবার ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ডিটেক্টিভ হিসেবে ব্রুকলিন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত ছিলেন।
ফেনী জেলার সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। পরের বছরই জন্ম সাইফুলের। ৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। লেখাপড়া শেষে ২০০৮ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। চৌকস পুলিশ অফিসার হিসেবে সাহসী ও দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিতি লাভ করেন। কয়েক দফা পদোন্নতি শেষে ক্যাপ্টেন পদে পদায়িত হন। তার সহোদর বড় ভাই ফখরুল ইসলাম এনওয়াইপিডির লেফটেন্যান্ট পদে কর্মরত আছেন। তাদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। সাইফুলের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপার্টমেন্টের ট্রাফিক সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন। পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম। সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম। সংগঠনটি প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান, ক্যাপ্টেন পদে বাংলাদেশি-আমেরিকান ৫ জন এ পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। এনওয়াইপিডি এখন বাংলাদেশি-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। বাপার প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেন্যান্ট সাইদ সুমন জানান, বর্তমানে আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশি এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯ জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট, ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসার সহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়া এনওয়াইপিডিতে প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমেনিস্ট্রেটিভ, স্কুল ক্রসসিং গার্ড হিসেবে কর্মরত। তারা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877