রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

সাইফের ঘরে কেমন আছেন কারিনা

সাইফের ঘরে কেমন আছেন কারিনা

স্বদেশ ডেস্ক:

দুই ছেলেকে নিয়ে ব্যস্ততায় সময় কাটে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। এর বাইরে বলিউডের রঙিন দুনিয়া তো আছেই। ব্যক্তিগত জীবন থেকে পর্দার জীবনের নানা কিছু সম্প্রতি তুলে ধরেছেন কারিনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে সংবাদ সম্মেলনে কারিনা বলেন, স্বামী সাইফ আলি খানের পরিবারের সঙ্গে তার পরিবারের সদস্যদের আড্ডা হলে জমে যায়। কাপুর পরিবারের সবাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত। আর খান পরিবারে রয়েছে খেলা আর অভিনয়ের অনুষঙ্গ। তবে সাইফের সঙ্গে কারিনার কথার মধ্যে শুধুই থাকে সিনেমা আর খাবারের গল্প। সাইফের আগ্রহ আছে বই পড়া আর বেড়ানোতেও।

কারিনার কথায়, ‘যখনই আমরা নিজেদের মধ্যে আড্ডা দিই, ঘুরেফিরে আসে দেশ-বিদেশের গল্প। সাইফ আমাকে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য দিতে থাকে। কত শহরের কত রকম ঘোরার জায়গা, খাবার, বই— সব কিছু নিয়ে কথা হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ, আমাকে এত কিছুর স্বাদ দেওয়ার জন্য।’

শুধু সাইফই যে কারিনার চালিকাশক্তি, তা নয়। কারিনা জানান, তিনিও বিভিন্ন সময় সাইফকে পেশাদার হতে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা একে অপরের জীবনে অনুপ্রেরণা জোগাই।’

ছোট ছেলে জাহাঙ্গীরও নাকি হয়েছে কারিনার মতো। ছেলেকে নিয়ে গর্বিত মা বলে চলেন, ‘২ বছর হল সবে, কিন্তু জেহ (জাহাঙ্গীর) আমারই মতো বকবক করে। মিশুকে আর খেতে ভালবাসে। সারাদিন খেলাধুলো করে।’

অন্যদিকে, বড় ছেলে তৈমুর অন্য রকম বলে জানান কারিনা। মাত্র ছয় বছর বয়সেই গভীর জীবনবোধ তার, ছেলেকে অনেকটাই বেশি পরিণত বলে মনে করছেন তিনি।

ছেলেদের বড় করার মধ্যে যে আনন্দ আছে তার সঙ্গে মিশে আছে সাইফের ঘরণী হওয়ার তৃপ্তিও। এ সবের মধ্যেই নিজের অভিনয়ের ক্যারিয়ার উপভোগ করছেন বলে জানান কারিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877