মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

বিভাগীয় সদরগুলোতে বিএনপির সমাবেশ শনিবার

বিভাগীয় সদরগুলোতে বিএনপির সমাবেশ শনিবার

স্বদেশ ডেস্ক:

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সারাদেশে বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুগপৎ আন্দোলনের সাথী হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেএসডির সভাপতি আ স ম রবসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।

একই দাবিতে শনিবার সকাল ১১টায় ঢাকার বিজয়নগর পানির ট্যাংক পাম্প-সংলগ্ন সড়কে সমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোট নেতারা বক্তব্য রাখবেন।

পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স প্রীতম ভবনের উল্টো দিকে সকাল ১১টায় জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ জোট নেতারা উপস্থিত থাকবেন।

গণফোরাম ও পিপলস পার্টি গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ জাতীয় নেতারা গণফোরাম দলীয় অফিসের প্রধান সড়কের সামনে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকাল ৪টায় সমাবেশ করবেন।

একই দাবিতে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ হবে। এতে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া একই দিন বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ নেতারা কাওরানবাজার এফডিসি-সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবেন।

কুমিল্লা টাউন হল ময়দানে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান হিসেবে অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রাজশাহী সোনা মসজিদ মোড়ে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বরিশাল জেলা স্কুল মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্ট্রার মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ফরিদপুর কমলপুর হাইস্কুল মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং আওয়ামী সরকারের দমন-পীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিএনপির উদ্যোগে দেশব্যাপী বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877