শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনা, গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জন নিহত

ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনা, গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জন নিহত

স্বদেশ ডেস্ক:

ভূমধ্যসাগরে নৌ-দুর্ঘটনায় একজন গর্ভবতী নারী ও ৪ বছরের একটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো বলছে, এছাড়া দুর্ঘটনা কবলিত ওই বোটটি থেকে অন্তত ৪৬ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার আলজাজিরা জানায়, মৃতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। স্থানীয় সময় শুক্রবার ভোরে ল্যাম্পেডুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয় বলে এএফপিকে জানিয়েছেন সেখানকার মেয়র ফিলিপ্পো মানিনো।

সূত্র জানায়, বোটটি উত্তর আফ্রিকা থেকে কয়েক ডজন লোককে বহন করে ইউরোপে প্রবেশ করছিল। তবে আরোহীদের বিস্তারিত পরিচয় ইতালির কোনো পত্রিকা এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।

প্রতিবছরই বেশ সংখ্যক লোক উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে পাড়ি দেয়ার জন্য সমুদ্রপথে এরকম নৌযাত্রার ঝুঁকি নিয়ে থাকে। নৌকাগুলো বেশিরভাগ সময় ওভারলোড নিয়ে অনিরাপদে রওনা হয়। যাত্রীদের বেশিরভাগ ইতালি কিংবা মাল্টাতে জীবন কাটাতে ভূমধ্যসাগর পাড়ি দেয়। উদ্দেশ্য- একটু উন্নত ও স্বস্তির জীবন।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877