স্বদেশ ডেস্ক:
খুলনার ডুমুরিয়ায় মুক্তিপণ না পেয়ে নিরব মণ্ডল নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নিরব গুটুদিয়া গ্রামের শেখর মণ্ডলের ছেলে। সে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
আটকরা হলো একই স্কুলের নবম শ্রেণির ছাত্র সোহেল মোল্লা (১৫), পংকজ মণ্ডলের ছেলে পিতু মণ্ডল (১৫), প্রকাশ রায়ের ছেলে হিরক রায় (১৫), ষষ্ঠ শ্রেণির ছাত্র ক্ষিতিশ রায়ের ছেলে দিপু রায় (১২), দশম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মন্ডলকে (১৬)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিরব প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটির পর আর বাড়ি ফেরে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার পরিবার কোনো সন্ধায় পায় না। বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবা শেখর মণ্ডলের ফোনে কল আসে। ওপাশ থেকে নিরবের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশ নিরবকে উদ্ধারের তৎপরতা শুরু করে। পরিশেষে রাত ১টার দিকে স্কুলের একটি পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।’