বিনোদন ডেস্ক: বিচ্ছেদের পর প্রাত্তন সঙ্গীর চোখে চোখ ফেলার মতো সাহস কিংবা মানসিক দৃঢ়তা খুব কম মানুষেরই থাকে। তো এমনই এক চূড়ান্ত অস্বস্তিদায়ক পরিস্থিতিতে পড়েছেন বলিউডের সুপারহিট নৃত্যশিল্পী নোরা ফতেহি।
গত শনিবার মুম্বাইয়ের সৈকত পরিষ্কারের কর্মসূচির আয়োজন করেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে গ্লাভস, পাম্পশু পরে যোগ দিয়েছিলেন নোরাও। কাজের শেষে স্বভাবসুলভ ভঙ্গিতে গান ও নাচেও মেতে ওঠেন বলিউডের এ শ্রেষ্ঠ বেলি ড্যান্সার। হঠাৎ সেখানে এসে উপস্থিত হন প্রাত্তন প্রেমিক অঙ্গদ বেদী, সঙ্গে তার স্ত্রী আরেক বলিউড তারকা অভিনেত্রী নেহা ধুপিয়া। নোরা কিংবা অঙ্গদ-কেউই জানতেন না এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা। এমন পরিস্থিতিতে নোরা এতটাই ঘাবড়ে যান, যেন বুঝতেই পারছিলেন না কী করবেন।
তার ওপর অনুষ্ঠানে সবার আকর্ষণ যখন চলে যায় নতুন দুই অতিথির দিকে, তখন তাদের পাশ দিয়ে মাথা নিচু করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান নোরা। তারপর আর ফেরেননি সেখানে।
তার ওপর কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, একটি ইংরাজী গানের দুই লাইন। বাংলায়, ‘আমি যখন তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, তুমি আমায় সরিয়ে দিয়েছিলে। আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম।’
নোরা ও অঙ্গদের বিচ্ছেদটা কিছুটা পারস্পরিক সমঝোতার মধ্যেই হয়েছিল। নোরার সঙ্গে বিচ্ছেদের পরপরই নেহা ধুপিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন অঙ্গদ। আর তারপর অল্প সময়ের মধ্যেই বিয়েও সেরে ফেলেন অঙ্গদ-নেহা। কিন্তু, ব্রেক-আপের পরে এখনো পর্যন্ত কোনো সম্পর্কে আর জড়াননি নোরা। তিনি আরও দ্বিগুণ উৎসাহে কাজে মন দেন। ফলও পেয়েছেন হাতেনাতে। তিনি এখন বলিউডের সবচেয়ে সফল, জনপ্রিয় আর আবেদনময়ী নৃত্যশিল্পী।