রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

সর্বদলীয় সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ শাহবাজের

সর্বদলীয় সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ শাহবাজের

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মোকাবেলার উপায় খুঁজতে যে সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান কারেছেন, তাতে যোগ দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেও আমন্ত্রণ জানিয়েছেন।

তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জগুলো সমাধানের পথ খুঁজতে সব দলের প্রধানকে নিয়ে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। সম্মেলনটি ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আয়াজ সাদিক সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকসহ পিটিআই নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন, তিনি তাদেরকে আসন্ন সম্মেলনে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন।

এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, পিডিএম-নেতৃত্বাধীন সরকার ও পিটিআই প্রায় সকল জাতীয় ইস্যুতেই ভিন্ন অবস্থান রয়েছে।

পাকিস্তান সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকি এবং অবনতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নিমজ্জিত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

ওই বিবৃতিতে বলা হয়, সম্মেলনে পুলিশ, র‌্যাঞ্জার্স, গোয়েন্দা সংস্থা ও অন্যদের প্রতিনিধিরাও অংশ নেবে।

সূত্র : জিও নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877