স্বদেশ ডেস্ক:
বিয়ের জন্য পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। বর হিসেবে কেমন পাত্র চান, জানিয়েছেন সে কথাও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা প্রসঙ্গে বিয়ের কথা বলেন রাইমা।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ নিয়ে আসছেন রাইমা সেন। তবে রবি ঠাকুরের ‘রক্তকরবী’র সঙ্গে এই সিরিজের কোনো মিল নেই। নুতন সিরিজের প্রচারের ফাঁকেই নিজের মনের কথা বলেছেন রাইমা।
এ সুঅভিনেত্রী বলেন, ‘যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই।’
কাজের বিষয়ে রাইমা বলেন, ‘আমি একটু বেছে কাজ করি, তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর ‘‘রক্তকরবী’’তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’
বলিউডে বেশ কিছু ছবির কাজ করছেন রাইমা। বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায় আছে।