রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশী

লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশী

স্বদেশ ডেস্ক:

বিদেশের মাটিতে লটারিতে ভাগ্য খুলেছে এক বাংলাদেশীর। জিতেছেন বাংলাদেশী মুদ্রায় ১০৫ কোটি টাকা।

সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র’ তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন তিনি। যার মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশী মুদ্রায় ১০৫ কোটি টাকা।

লটারি জেতা ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ রায়ফুল। দেশটির আল আইনের বাসিন্দা।

মঙ্গলবার আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তার সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, নতুন এই কোটিপতির সাথে যোগাযোগ করার আগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। এছাড়া তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি তারা।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, রায়ফুল নয় বছর ধরে টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

দেশটির আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এই বিগ টিকেট লটারি চালু হয়েছিল। লটারির ড্র প্রতিমাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও বদল হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877