মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

বরিশালকে ১৫৬ রানের বেঁধে ফেললো ঢাকা

বরিশালকে ১৫৬ রানের বেঁধে ফেললো ঢাকা

স্বদেশ ডেস্ক:

অনেকটা চমক দিয়েই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে চমক দেখাতে পারেননি সাকিব, পারেনি তার দলও। যদিও বিজয়, মাহমুদউল্লাহ আর করিম জানাতের ছোট ছোট ইনিংসে ভর করে মান বাঁচানো সংগ্রহ পায় বরিশাল। ৮ উইকেটে ১৫৬ রানে থামে তাদের ইনিংস।

আগে ব্যাট করতে নেমে ধীর-স্থিরে এগিয়ে যেতে থাকে বরিশালের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লেতে এনামুল হক বিজয় ও সাইফ হাসান মিলে যোগ করেন বিনা উইকেটে ৪১ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই পথ হারায় বরিশাল, ১৯ বলে ১৫ রান করে সাইফ হাসান ফিরলে প্রথম উইকেটের পতন হয়। দ্বিতীয় উইকেটের দেখা মেলে পরের ওভারেই, ছন্দে থাকা সাকিব আল হাসান বাউন্ডারি সীমানায় এলেক্স ব্লেকের অসাধারণ ক্যাচে বাঁধা পড়েন। তার ব্যাটে আসে ৪ বলে ৫ রান।

পরের ওভারে চার নাম্বারে নামা ইবরাহীম জাদরানকেও হারায় বরিশাল, ৪ বলে ২ রানে আউট হন এই আফগান ব্যাটার। পরপর ৩ ওভারে মাত্র ১২ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে ধাক্কা খায় বরিশাল। সেই ধাক্কা আরো জোরালো হয় ১০ বলে ১০ রান করে ইফতেখার আহমেদ ফিরে গেলে। ফলে ১০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান তোলে কীর্তনখোলা পাড়ের দলটি।

তবে শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন এনামুল। মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ফেরাতে চেষ্টা করেন তিনি। তবে তাদের জুটি খুব একটা বড় হয়নি, ২৬ রান আসে এই জুটি থেকে। বিজয় আউট হন ৩৫ বলে ৪২ রান করে। এরপর সালমানকে নিয়ে জুটি গড়েন মাহমুদুল্লাহ, ২৮ বলে ৪২ রান আসে সেই জুটি থেকে।

১৮.২ ওভারে ২৭ বলে ৩৯ রান করে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাতে খুব একটা আক্ষেপে পুড়তে হয়নি বরিশালকে, করিম জানাত সেই ওভারে ৪ বল খেলেই সংগ্রহ করেন ১৬ রান। তবে শেষ ওভারে হাত খুলতে পারেননি কেউ, উল্টো ২ উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ বলে আউট হবার আগে ৫ বলে ১৭ রানের ইনিংস খেলেন করিম জানাত। এর আগে সালমান আউট হন ১২ বলে ১৪ রানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877