রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে পুলিশ সদস্যের গুলি

ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে পুলিশ সদস্যের গুলি

স্বদেশ ডেস্ক:

ভারতের ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের বুকে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গুলি করেছেন তাদেরই একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)।

রোববার বেলা ১টার দিকে ওড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটেছে।

গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। তার বুকে দুটি গুলি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, গাড়ি থেকে নামার সময়ই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ‘এএসআই গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোশাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনো জানা যায়নি। রোববারের ওই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন তার দল- বিজু জনতা দলের (বিজেডি) নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877