মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

মস্কো যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মস্কো যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দু’দিনের সফরে আজ রোববার মস্কো যাচ্ছেন। এক সপ্তাহ আগে রাশিয়া থেকে অপরিশোধিত তেল এবং তেলজাত সামগ্রী আমদানি নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সোমবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান এবং পাশ্চাত্যের প্রতিক্রিয়ার মধ্যে এই সফর হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। তাদের আলোচনায় আফগানিস্তানের অবনতিশীল অবস্থাও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর সুইডেন, নেদারল্যান্ডসের মতো ইউরোপিয়ান দেশগুলোতে ইসলামোফোবিয়া অব্যাহত থাকার নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র দফতর একে নির্বোধ, বর্ণবাদী ও খুবই আক্রমণাত্মক ঘটনা হিসেবে অভিহিত করে।

সূত্র : দি নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877