রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

আদানির অবক্ষয়ে ভারতের শেয়ার বাজারে ধস

আদানির অবক্ষয়ে ভারতের শেয়ার বাজারে ধস

স্বদেশ ডেস্ক:

বটগাছ পড়লে আশপাশের মাটি কাঁপবেই। আদানি গোষ্ঠীর স্টকে ধসের আবহে পুরনো প্রবাদ আরো যেন প্রাসঙ্গিক। শুধু সংস্থার নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির শেয়ারে ধস নামায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বিনিয়োগকারীদেরও। সার্বিকভাবে আদানিদের স্টকে এই ধাক্কা শেয়ারবাজারকে বেসামাল করে দিতে পারে।

হিসাবে বলছে, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানিদের সব সংস্থার শেয়ারে পতন শুরু হয়েছে। শুধু পতন বললে ভুল হবে, বলতে হবে ধস নেমেছে। স্রেফ বৃহস্পতি এবং শুক্রবারে বিনিয়োগকারীরা খুইয়েছেন ১১ লাখ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স পড়ে গিয়েছিল প্রায় দেড় শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও পড়ে গিয়েছিল ৩-৪ শতাংশ। নতুন সপ্তাহে বাজার খুললে কি পরিস্থিতি হবে, সেটা ভেবেই আতঙ্কিত বিনিয়োগকারীরা।

শুধু শুক্রবারেই আদানি গোষ্ঠী মোট ৩ দশমিক ৩৭ লাখ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে। কার্যত, আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান। আদানি গোষ্ঠীর কোম্পানিতে এলআইসির বড় বিনিয়োগ রয়েছে। তাছাড়া এসবিআই থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে রেখেছে আদানি গোষ্ঠী। ফলে আর্থিক সংস্থাগুলোর ভবিষ‌্যৎ নিয়ে অনেকেই আশঙ্কিত।

আদানি এন্টারপ্রাইজ তো বটেই, এই মুহূর্তে আদানির সব সংস্থা আদানি উইলমার, অম্বুজা সিমেন্টস, আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস সব সংস্থার শেয়ারের দামই পতনের মুখে। এমনকি কোনো কোনো সংস্থার শেয়ারের দাম পড়ে গেছে বেস প্রাইসেরও নিচে।

স্বাভাবিকভাবেই পরিস্থিতি না বদলালে সোমবার আরো বিপদ বাড়তে পারে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির।
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877