মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

আমার বোন প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে : হৃদয়বিদারক কান্নায় সিরিয়ান শিশু

আমার বোন প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে : হৃদয়বিদারক কান্নায় সিরিয়ান শিশু

স্বদেশ ডেস্ক:

প্রচণ্ড শীতে সিরিয়ার শরণার্থী শিবিরগুলোর অবস্থা এখন ভয়াবহ। বর্তমানে খাদ্য-বস্ত্র-বাসস্থানের অভাবে সেখানকার শরণার্থীদের অবর্ণনীয় অবস্থা। তারা কেমন দুর্দশার জীবন কাটাচ্ছেন, তা ফুটে উঠল দেশটির এক মেয়ে শিশুর হৃদয়বিদারক কান্নাজড়িত কণ্ঠে। ভাইরাল একটি ভিডিওতে সে বলছে, ‘আমার বোন প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে এবং এখানে আমাদের দেখার মতো কেউ নেই।’

শুক্রবার আলআরাবিয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে জুড়ে দেয়া হয় সেই ভিডিওটি।

তাতে ওই শিশুকে আরো বলতে শোনা যায়, ‘আমার বোন ঠান্ডায় মারা গেছে। আমি জানি না আমাদের ছাড়া সারা পৃথিবী কেমন উষ্ণ? আমরা প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। আবহাওয়া খুব শুষ্ক এবং আমরা ঠান্ডায় মরার উপক্রম।’

শিশুটি জানায়, সে পরিবারের সাথেই একটি শিবিরে থাকে। যেখানে জ্বালানি লাকড়ির খুব অভাব।

কেঁদে কেঁদে সে বলে, ‘যখন রাত নেমে আসে এবং আমরা শুয়ে পড়ি, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমাদের সাথে আছি কিনা? কারণ, প্রচণ্ড ঠান্ডায় সেগুলো শক্ত হয়ে আসে।’

শিশুটির কান্নাজড়িত কণ্ঠে হৃদয়বিদারক বর্ণনার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আল্লাহর শপথ, আমি জীবনে এরকম কঠিন পরিস্থিতি দেখিনি। মুসলিম বিশ্ব কি সিরিয়ার পাশে দাঁড়াতে অক্ষম? আমরা আল্লাহর কাছে অভিযোগ করছি।’

সূত্র : আলআরাবিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877