বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে : হাসান সরকার

নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে : হাসান সরকার

স্বদেশ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘পাঠ্যপুস্তকের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। বানর থেকে মানুষের উৎপত্তি একটি মূর্খতাপূর্ণ তত্ত্ব। এ তত্ত্ব মানবতার অবমাননার শামিল।

পাঠ্যপুস্তক থেকে এসব অবান্তর ও কাল্পনিক গল্প কাহিনী সরিয়ে নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, মুসলিম প্রধান দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি অনুযায়ী পবিত্র কুরআন-হাদিসের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করুন। একমাত্র পবিত্র কুরআনই সত্য-মিথ্যার পার্থক্যকারী। কুরআনে যা বলা হয়েছে, তা চিরসত্য ও তা-ই ঘটবে।

শনিবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা শ্রমিক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বোর্ড বাজার ফখরুদ্দিন কমিউনিটি সেন্টারে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অবৈধ সরকার বিদেশী প্রভুদের তুষ্ট করতে আমাদের ঈমান-আকিদা ও জাতিসত্তা মুছে ফেলার চক্রান্ত করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঈমান-আকিদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সালাহ উদ্দিন সরকার বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগমান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে গাজীপুরে বিএনপিকে আবার নতুন করে সাজানো হবে।

গাছা থানা শ্রমিক দলের আহ্বায়ক মো: সাবির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব দোলোয়ার হোসাইন রতনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সরকার শাহনূর ইসলাম রনি, ফারুক হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, হারুন-অর-রশিদ, ধানিছুর রহমান, আব্দুল জব্বার সরকার, ইউসুফ আলী সরকার, মো: শরিফ সরকার, মো: কাউসার, অ্যাডভোকেট মো: আবুল কালাম, মো: মোমিন, মো: আদিল, মো: ইয়াসিন, মো: শাওন আহমেদ শান্ত প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877