বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

দিনাজপুরে জোড়া খুনের জেরে অগ্নিসংযোগ : ১২০০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে জোড়া খুনের জেরে অগ্নিসংযোগ : ১২০০ জনের বিরুদ্ধে মামলা

স্বদেশ ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনকে কেন্দ্র করে প্রায় ৫০টি বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে খোদাতপুর ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশ সদস্য মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মণ্ডলের (২৩) জানাজা ও দাফন শেষ হয়। পরে গ্রামের লোকজন লাঠি, দা, কোদাল নিয়ে খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। একইসাথে তারা বাড়িগুলোতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ২৮ শতক জমি নিয়ে উপজেলার খোদাতপুর (চুনিয়াপাড়া) গ্রামের হায়দার আলীর সাথে চর এলাকা থেকে এসে বসবাসরত ওমর ফারুকের বিরোধ চলছিল। গত বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) নিহত হন। পরে ঘোড়াঘাট থানায় বুধবার রাতে মামলা হলে পুলিশ ওমর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877