শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

স্বদেশ ডেস্ক:

ফরিদপুর আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মুজুরদিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের আল আমিন শেখ (৩২), সবুজ মোল্যা (৩৫), ইলিয়াছ মোল্যা (৪০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারামারির মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন তারা। রাস্তায় মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত রামদা-ছোরা নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবুজ ও আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আন্না সুলতানা বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ওই দুই জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877