শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

সাকিব-তামিমদের মাঠ থেকে অবসর চান মাশরাফি

সাকিব-তামিমদের মাঠ থেকে অবসর চান মাশরাফি

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্বের পাশাপাশি বল হাতে বেশ সফল এই তিনি। যদিও ২০২০ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন এই তারকা।

বিপিএলের সিলেট পর্ব শুক্রবার থেকে শুরু হবে। তার আগে আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানে কথা হয় তার অবসর নিয়ে। তবে তিনি জানিয়ে দেন, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন। এছাড়া বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশাও করেন না।

কিন্তু দলের বর্তমান তারকা সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই অবসর দেখতে চান মাশরাফি।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত। ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’

মাশরাফি নিজের ব্যাপারে বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না। আগেও বললাম আমার খুশি আমার কাছে, সেটা কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা করে মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারব, সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজার বার বললে হাজার বারই বলব আমি কিছুই আশা করি না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877