স্বদেশ ডেস্খ: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা ও রাত পৌনে ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- ইমতিয়াজ আহমেদ অপু (১৭) ও লালন মিয়া (১৮)।
শনিবার বিকেল সাড়ে চারটায় ঢামেক চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে মারা গেছে ইমতিয়াজ আহমেদ অপু (১৭)। সে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাতাইন গ্রামের সেকেন্দার আহমেদের ছেলে এবং এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
অপুর চাচা আলমগীর হোসেন জানান, পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত অপুকে গত ৩০ আগস্ট শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় সে মারা যায়।
এদিকে গতকাল রাত পৌনে ১১টার দিকে লালন মিয়া (১৮) নামে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত লালনকে ঢামেকের ওয়ান স্টপ ইমাজেন্সি সেন্টারে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
লালনের বাবা সাইদুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগলে লালনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা। বর্তমানে শনির আখড়া নুর পুর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। লালন রাজধানীর একটি শাড়ির দোকানের কর্মচারী ছিল বলে জানান সাইদুল ইসলাম।