মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

স্বদেশ ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দু’জন মারা যান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। পরে রাত ৮টার দিকে রেজোয়ান নামের আরেকজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাস্থলে নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল মিয়া। তিনি ওই অটোরিকশার চালক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে। অপর নিহত ব্যক্তি হচ্ছেন- মো: আনহার, একই উপজেলার গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- সোনা মিয়া, তার চাচাতো বোন সুজিনা ও মামাতো ভাই আলাউদ্দিন। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদরাসাবাজার এলাকায়। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877