মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

মিরপুরে বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন চালক

মিরপুরে বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন চালক

স্বদেশ ডেস্ক:

রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চালক বাসের গেট লাগিয়ে যাত্রীদের পিটিয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বাস থেকে আতঙ্কে লাফিয়ে পড়েছেন অনেক যাত্রী। এদের মধ্যে দুই তরুণীও ছিলেন।

প্রজাপতি পরিবহনের ওই চালকের নাম জনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে এই ঘটনা ঘটে।

ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কালশি পৌঁছালে একজন যাত্রী নামতে চান। তখন চালক তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এসময় এক যাত্রী প্রতিবাদ করলে চালক তার আসন থেকে উঠে তাকে চড় মারেন।

এরপর বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877