শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে ২ নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে ২ নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছ পুলিশ।

বুধবার সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দু’জন হলেন টাঙ্গাইল জেলার রঞ্জন (২৫) ও ফরিদপুর জেলার তৌহিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাধাগঞ্জ বাজারের পরিচ্ছন্ন কর্মীরা বাজারের পরিষ্কার রাখার জন্য কাজ করার সময় ব্যাংকের প্রধান গেইট খোলা দেখতে পান। পরে তারা ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে ব্যাংকের ভেতর স্টোর রুমে বিছানার ওপর তাদের লাশ দেখতে পায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাংকের ভিতর তাদের রুমের বিছানার দু’পাশে লাশ পড়ে ছিল। কিভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা আশপালের লোকজনের ডাকাডাকি করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করছেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসন মৃত্যুর রহস্য উদঘাটন করার চেষ্টা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877