স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, গণমাধ্যমের খবরে জানা গেছে ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়ার্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত। দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু এমপি এসব কথা বলেন।
জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ কয়েকজন নেতা চুন্নুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাপা মহাসচিব বলেন, ‘সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জাতীয় পার্টি তাতে সহায়তা করবে। অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশী ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তা দেখার যেনো কেউ নেই।’
প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।