স্বদেশ ডেস্ক:
বাগেরহাটে খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগের ১৭ সদস্য অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার ছয় গম্বুজ মসজিদে এ ঘটনা ঘটে।
অসুস্থ সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বাহার (৬০), মো: সম্রাট, মো: সালাম (৪৫), মোতালেব (৬০), জাকির (২৩), রহমত খাঁ, হুসাইন (৪০), আব্দুর রহমান (২৫ ), আহামেদ (২৬ ), হেলাল চৌধুরী, আনাছ চৌধুরী (৩৮)এনাইজ (৪৩), মো: সাব্বির (১৯), হোসেন আহমেদ (২৯), সাইফুর রহমান(২৯), সাইদুর (৫৮) ও জাকির (৩২)। তারা সবাই বিশ্ব ইজতেমার মাঠ থেকে বাগেরহাটে দাওয়াতের জন্য এসেছিলেন।
জানা গেছে, মঙ্গলবার এশার নামাজের পর খাবার খেয়ে তাবলীগের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজের সময় এলাকার মুসল্লিরা ফজরের নামাজে এসে তাবলীগের সদস্যদের অসুস্থ দেখতে পান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাবলীগের এ সকল অসুস্থ সদস্যদের বাড়ি সিলেট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো: গোলাম রাফি জানান, অজ্ঞাত বিষক্রিয়ায় তাবলীগের এই সকল সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এলাকাবাসী অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। কয়েকজনের জ্ঞান ফিরলেও বেশির ভাগ এখনো অচেতন অবস্থায় রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।