শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনে একটি মাত্র প্যানেল (সামাদ-টিপু) এর মনোনয়ন পত্র দাখিল

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচনে একটি মাত্র প্যানেল (সামাদ-টিপু) এর মনোনয়ন পত্র দাখিল

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের ২০২৩-২০২৪ সালের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে গত ১৬ জানুয়ারী সোমবার এ নির্বাচনে একটি মাত্র প্যানেল সামাদ-টিপু পরিষদ তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া মনোনয়ন পত্র দাখিলকারীদের নাম ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার আবু কায়সার চিশতী অসুস্থতাজনিত কারেণে অনুপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু), শামীম আহমেদ ও মনিকা ডি মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজীরুল ইসলাম, প্রচার সম্পাদক মসনুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক আবু সাঈদ মোঃ শাহরিয়া চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাদস্যিক সম্পাদক রুবেজ সাদিক, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা এ রহমান, কার্যকরী সদস্য : মোল্লা আবিদ মোহাম্মদ, হুমায়ূন কবির সুহেল, মোহাম্মদ আবু ফজর, শাহজাহান শফিক, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম. মুমিত, মোহাম্মদ মাসুদ বেগ ও সালা উদ্দিন।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া জানান, এ নির্বাচনে তফসিল অনুযায়ী গত ১৬ জানুয়ারী সোমবার নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি মাত্র প্যানেল নির্ধারিত ফি জমা দিয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করে। মনোনয়ন পত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ১৮ জানুয়ারী ঘোষণা করা হবে। নির্বাচনে ভোট গ্রহণের দিন আগামী ২৯ জানুয়ারী রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877