রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো
নেপালে বিমান বিধ্বস্ত : একদিনের শোক

নেপালে বিমান বিধ্বস্ত : একদিনের শোক

স্বদেশ ডেস্ক:

নেপালের পর্যটন শহর পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট শেষ মুহূর্তেও অস্বাভাবিক কিছু জানাননি। নেপালের বিমান কর্তৃপক্ষের মুখপাত্র অনুপ যোশী গতকাল এ কথা বলেছেন। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলটি ছিল পরিষ্কার, সব কিছু ভালো দেখা যাচ্ছিল বিরূপ আবহাওয়া কোনো ব্যাঘাত তৈরি করেনি। এদিকে গতকাল সোমবার বিধ্বস্ত স্থান থেকে বিমানটির ব্ল্যাকবক্স (তথ্য সংরক্ষিত ডিভাইস) উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর এ তথ্য নিশ্চিত করেছেন। ব্ল্যাকবক্সটি গতকালই নেপালের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। খবর বিবিসি, দ্য হিমালয়ান টাইমস, দ্য কাঠমান্ডু পোস্ট।

৭২ আরোহী নিয়ে গত রবিবার রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল বিমানটি। বিমানটি অবতরণের অল্প কিছুক্ষণ আগে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে নিখোঁজ চারজনের জন্য গতকালও উদ্ধার অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের তরফ থেকে জানানো হয় বিধ্বস্ত এলাকায় কারও বেঁচে থাকার আশা নেই বললেই চলে। বিবিসির খবরে বলা হয়, ৩০ বছরের মধ্যে এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। একজনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচ দিয়ে উড়ছিল। ভিডিও ধারণকারী দিওয়াস বোহোরা বলেন, বিমানটি হঠাৎ বাঁ দিকে বাঁক নেওয়া পর্যন্ত মনে হচ্ছিল সেটি স্বাভাবিকভাবেই অবতরণ করছে। কিন্তু এর পরই এটি বিধ্বস্ত হলো, আমি দেখলাম এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমি মনে করেছিলাম, এখানে সব কিছু শেষ হবে, আমিও মারা যাব।

অভিজ্ঞ পাইলট এবং ইন্ডিয়ান সেফটি ম্যাটারস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অমিত সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিডিও দেখে মনে হচ্ছে, বিমানটির লিফট বিকল হয়ে পড়েছিল। বিশেষ করে নিচু এলাকা দিয়ে উড্ডয়নের জন্য কলকব্জায় ত্রুটি ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877