মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত আরো কমেছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ৮৩৯ জন মানুষ।

রোববার করোনায় আক্রান্ত হয়েছিল তিন লাখ আট হাজার ৯৫৮ জন। মারা গিয়েছিল এক হাজার ৩৬৭ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ১০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৩০ হাজার ৫৬০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ২৬ লাখ ৮১ হাজার ২৫৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৭৭১ জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ৩৪৭ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৬ লাখ পাঁচ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৭৭৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৪২১ জন। মারা গেছে ছয় লাখ ৯৫ হাজার ৩৮০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877