মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

প্রধান কোচ পদে আগামী মাসে ইন্টারভিউ নেবে বিসিবি

প্রধান কোচ পদে আগামী মাসে ইন্টারভিউ নেবে বিসিবি

স্বদেশ ডেস্ক:

রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন, শ্রীধরণ শ্রীরাম দোদুল্যমান। এমতাবস্থায় হন্যে হয়ে প্রধান কোচের খুঁজছে বিসিবি। হাথুরুসিংহে আসবেন কিনা তা নিয়েও আছে নানান জল্পনা-কল্পনা। গুঞ্জন শোনা গেছে টম মুডি, ল্যান্স ক্লুজনার, রিচার্ড পাইভাসকে নিয়েও। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি ক্রিকেট বোর্ড। পায়নি পছন্দের কাউকে। যদিও বিসিবি আশাবাদী, কোচ নিয়োগ হবে ইংল্যান্ড সিরিজের আগেই।

ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। যদিও কে কোচ হচ্ছেন, তা নিয়ে কোনো ইশারা রাখেননি বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস জানান, নির্দিষ্ট বা একক কেউ নয়, কোচ হতে আগ্রহীরা আগামী মাসে নিজেদের পরিকল্পনা নিয়ে সাক্ষাৎ করে যাবেন বিসিবিতে। যেখান থেকে সেরা কোচ নির্বাচন করবে বিসিবি।

জালাল ইউনুসের ভাষ্যে, ‘আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। আগামী মাসে একজন বা দুইজন আসবেন ইন্টারভিউ দিতে। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না।’

তিনি বলেন, ‘বিপিএল হচ্ছে, আমাদের হাতে অনেক সময় আছে। ইনশাআল্লাহ ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করছি একজন কোচ নিয়োগ দেয়ার জন্য। ইংল্যান্ড সিরিজকে থেকে আপনারা ধরতে পারেন যে আমাদের বিশ্বকাপের জন্য ক্যাম্পেইন শুরু।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877