মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

৪০০ যাত্রী নিয়ে চরে আটকা এম ভি শাহরুখ-১

৪০০ যাত্রী নিয়ে চরে আটকা এম ভি শাহরুখ-১

স্বদেশ ডেস্ক:

প্রায় ৪০০ যাত্রী নিয়ে বিষখালী নদীর ভবানীপুর নামক চরে আটকা পড়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যাওয়া এম ভি শাহরুখ-১ নামের একটি লঞ্চ।

শনিবার বিকেল ৫টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। রোববার ভোর ৫টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর নামক স্থানে নদীতে লঞ্চটি চরে আটকে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি চরে আটকে রয়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম নামের একজন যাত্রী অভিযোগ করেন, লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীর চ্যানেল যখন অতিক্রম করছিল, তখন অদক্ষ চালক এর সামনের অংশ ডাঙায় বালুর চরে তুলে দেন।

আরেক যাত্রী কামাল হোসেন বলেন, চার ঘণ্টা ধরে আটকা পড়ে থাকলেও তারা লঞ্চের কর্মচারীদের কোনো সাড়াশব্দ পাচ্ছেন না। এমনকি তারা কোথায় আছেন, সে হদিসও পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রীরা সবাই গভীর উৎকণ্ঠার মধ্যে আছেন।

তিনি বলেন, এরই মধ্যে যাত্রীদের দুর্ভোগের সুযোগ নিয়ে লঞ্চের ক্যান্টিনে খাবারের দাম দ্বিগুণ থেকে তিন গুণ করে নেয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছর ধরে শীত মৌসুমে নিয়মিত নাব্যতা সঙ্কট দেখা দিচ্ছে বিষখালী নদীতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877