স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ দলের খেলা নেই। খেলোয়াড়েরাও বিপিএল খেলতে পাড়ি দিয়েছে চট্টগ্রামে। অথচ আজ হঠাৎ গরম হয়ে উঠে ক্রিকেটপাড়া, বিসিবির একাধিক পরিচালকের সমাগম দেখা যায় মিরপুরে। জানা যায়, বিশেষ মিটিং ডেকেছেন বিসিবি সভাপতি, তবে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।
সম্ভাবনা ছিল মিটিংটা হতে পারে বিপিএল নিয়ে, হয়েছেও তাই৷ মূলত একের পর এক বিতর্ক লেগে থাকায় বিপিএল নিয়ে উঠেছিল নানাবিধ প্রশ্ন। যেগুলোর জবাব খুঁজতেই আজ বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি পরিচালকরা আলোচনা সভায় বসেন। আর সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
এই সময় ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে আরো মানসম্মত বিপিএল আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। শেখ সোহেল বলেন, ‘একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করবো আগের মতো সফলভাবে এগিয়ে নিয়ে যেতে।’
এই সময় বিপিএলের সমাপনীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন শেখ সোহেল। তিনি বলেন, ‘সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’
এই সময় দর্শক ও সমর্থকদের সহায়তাও কামনা করেন শেখ সোহেল। সেই সাথে মাঠে দর্শকের পরিমাণ নিয়েও চিন্তিত নন বলে জানান। তার ভাষ্যে, ‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডেতে। তবে আশা করবো, আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারো তেমন সহযোগিতা করবেন।’